১. আদম শুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারীসহ যাবতীয় শুমারী ও জরীপ কার্যক্রম পরিচালনা করা।
২. উপজেলা ক্রপ ও নন-ক্রপ সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান সংগ্রহ ও সংকলন করা।
৩. নমুনা দাগগুচ্ছ পর্যবেক্ষণ জরীপের তথ্য সংগ্রহ করা।
৪. ধান, গম, আলু ফসল কর্তনও উৎপাদন জরীপ করা।
৫. ধান, গম, আলু ফসলের মূল্য ও উৎপাদন জরীপ করা।
৬. অস্থায়ী ফসলের আনুমানিক হিসাব তৈরী।
৬. স্থায়ী ফসলের আনুমানিক হিসাব তৈরী।
৭. প্রধান ফসলের পূর্বাভাস জরীপ।
৮. স্থানীয় সরকারের আয় ব্যয়ের তথ্য সংগ্রহ ও সংকলন করা।
৯. গবাদি পশু, হাঁস-মুরগী,বন ও মৎস্য জরীপ করা।
১০. অন্যান্য যাবতীয় সরকারী ও বেসরকারী তথ্য সংগ্রহ।
১১. সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিসের চাহিদা মাফিক তথ্য সরবরাহ ও প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS