স্থানীয় নারী রেজিট্রার নিয়োগের অনলাইন আবেদনের সময়সীমা আগামী ১৪ মে ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে । হার্ডকপি আবেদন ১৫ মে ২০২৪ তারিখের মধ্যে জেলা পরিসংখ্যান অফিস , কিশোরগঞ্জ -এ জমা দিতে হবে ।
বাজিতপুর, কিশোরগঞ্জ এর যে যে মৌজার/ গ্রামের মহিলারা বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন ।
১। দিঘীরপাড় বসতি
২। হিলাচিয়া
৩। হুমাইপুর ইউনিয়নের পশ্চিম বাইদ
৪। কৈলাগ ইউনিয়নের কুকরারাই
৫। সরারচর মৌজার কইকুরি
৬। বাজিতপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মধ্য ভাগলপুর( অংশ) মৌজা
বি. দ্র.: বাজিতপুরের ৬ টি পিএসইউ-তে ০৬ জন মহিলাকে চূড়ান্তভাবে অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং হিসেবে নিয়োগ প্রদান করা হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস